Tuesday, October 28, 2014

চলতি বছরেই ললিপপ আপডেট এলজি জি৩ ও গ্যালাক্সি এস৫-এ

চলতি বছরেই  ললিপপ আপডেট এলজি জি৩ ও গ্যালাক্সি এস৫-এ
চলতি বছরেই ললিপপ আপডেট এলজি জি৩ ও গ্যালাক্সি এস৫-এ


চলতি বছরেই গ্যালাক্সি এস৫ এর ললিপপ আপডেট প্রকাশ করতে পারে স্যামসাং। আর ডিসেম্বরের শেষ নাগাদ এলজি জি থ্রি এবং আসছে জানুয়ারীতে সনি এক্সপেরিয়া যেড থ্রি-এর ললিপপ আপডেট অবমুক্ত হবে। এলজি নিজ উদ্যোগেই ললিপপ সংক্রান্ত পরিবর্তন পরিবর্ধণ সম্পন্ন করবে। ফলে গুগলের সদ্য প্রকাশিত অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণ থেকে স‌হজেই পার্থক্য করা যাবে এলজির কাস্টমাইজড ললিপপ সংস্করণ-কে। একইভাবে সনি, স্যামসাং -ও নিজেদের ব্র্যান্ডেড ললিপপ সংস্করণ প্রকাশ করবে তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য। উল্লেখ্য, উন্নত ইন্টাফেস, ম্যাটেরিয়াল ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারী, স্মার্টলক, একাধিক ই‌উজার অ্যাকাউন্ট, ওপেনজিএল ইএস৩.১ ইত্যাদি ব‌হু অগ্রসর সুবিধাস‌হ অ্যান্ড্রয়েড কিট্‌ক্যাটের পরবর্তী সংস্করণ ললিপপ চলতি মাসে অবমুক্ত করে সফটওয়্যার জায়ান্ট গুগল।

Walton Primo Walpad 8X

Walton Primo Walpad 8X - front
Walton Primo Walpad 8X - front


Walton Primo Walpad 8X - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 8" QXGAD

- Resolution: 2048*1536

- Processor: 1.7 GHz Octa Core

- GPU: Mali 450 MP

- Battery: 5000 mAh Li-ion polymer

- Camera: 5 MP + 2 MP

- Memory: 2GB RAM & 16GB ROM

- Dimension: 200 x 135 x 7.9 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB, USB OTG

- Sensors: Accelerometer(3D), GPS with A-GPS, Light Sensor, Proximity Sensor

- Release Date: Yet to be announced

Walton Primo Walpad 8X - with retina display
Walton Primo Walpad 8X - with retina display


Walton Primo Walpad 8X - with 5MP Camera
Walton Primo Walpad 8X - with 5MP Camera


Walton Primo Walpad 8X - with fast processing
Walton Primo Walpad 8X - with fast processing


Price in Bangladesh: Yet to be announced

related: walton

image credit: waltonbd.com

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের নির্বাহী সদস্য নির্বাচিত বাংলাদেশ

বাংলাদেশ আবারও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন জাতিসংঘের তথ্য-প্রযুক্তি বিষয়ক স‌হযোগী প্রতিষ্ঠান। ১৬৭ ভোটের মধ্যে ১১৫টি ভোট পেয়ে বাংলাদেশ এ জয় অর্জন করেছে। ১৩ সদস্য পদের জন্যে ১৮টি দেশ লড়ছে। সর্বোচ্চ ভোট প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ ৭ম অবস্থানে ছিল। বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ১৭ টি দেশ হল - ইন্ডিয়া. পাকিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ফিলিপাইন, কুয়েত ও লেবানন।



আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের মোট সদস্য দেশের সংখ্যা ১৯৩ যাদের মধ্যে ১৬৭ টি দেশ নির্বাচনে অংশ নিয়েছে। যাহোক, আগামী ৪বছরের জন্যে ৪৮ সদস্যের এই কাউন্সিল নির্বাচিত হয়েছে। ২০১০ সালে বাংলাদেশ ৪ বছরের জন্যে ৪৬ সদস্যের কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। এবার বাংলাদেশ আইটিইউ’র এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের ১৩ সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১০ এর নির্বাচনে বাংলাদেশ ১২৩ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান দখল করেছিল।


গত দুই কার্যবছরের উপ মহাসচিব চীনের হাউলিন জাও এবারের নির্বাচনে আইটিইউ’র মহাসচিব পদে নির্বাচিত হয়েছে। তিনি আগামী ১ জানুয়ারী ২০১৫ থেকে চার বছরের জন্যে কার্যভার গ্রহণ করবেন। জাও ১৫৬ ভোটের মধ্যে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১০৪ ভোট পেয়ে যুক্তরাজ্যের ম্যালকম জনসন উপ-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

দক্ষিণ কোরীয়ায় মন্ত্রি জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের ৫০ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। সংসদের টেলিকমিউনিকেশন স্ট্যান্ডিং কমিটির সদস্য, টেলিকমিউনিকেশন বিভাগের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যরা আছেন এই ৫০ সদস্যের দলে।

নকিয়া বেঁচে থাকবে ফিচারফোনে

আর নকিয়া লুমিয়া নয়, এর বদলে মাইক্রোসফটের উইন্ডোজ স্মার্টফোন এখন থেকে মাইক্রোসফট লুমিয়া হিসেবেই বাজারে আসছে। যদিও এখন থেকে তাদের স্মার্টফোনগুলি নতুন ব্র্যান্ড নেম মাইক্রোসফট লুমিয়া হিসেবেই পরিচিত হবে তবে তারা তাদের প্রাথমিক পর্যায়ের ডিভাইসগুলি ১০ বছরের জন্যে লাইসেন্স করা নকিয়া নামেই বিক্রি করবে।
আসছে মাইক্রোসফট লুমিয়া
আসছে মাইক্রোসফট লুমিয়া


নকিয়া নামটি সরিয়ে দেয়াতে লোকজন যে খুব বেশি অবাক হয়েছে এমন নয়। কারণ মাইক্রোসফট সেপ্টেম্বর ২০১৩ তে ৭.২ বিলিয়ন ডলারে নকিয়ার হার্ডওয়্যার ব্যবসা কিনে নেওয়ার পর থেকেই লুমিয়া শব্দটির আগে থেকে যে নকিয়া শব্দটি সরে যাবে এ ছিল জানা খবর। তবে মাইক্রোসফট-এর চুক্তি অনুসারে, তারা নকিয়া ব্র্যান্ড নামটি আরো দশ বছরের জন্যে ব্যবহার করতে পারবে। সে চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের স্বল্প মূল্যের ক্যান্ডি বার হ্যান্ডসেট নকিয়া ১৩০-এর মতো ফিচারফোনগুলি নকিয়া পরিচয়েই বিক্রি হবে।

এদিকে গতকাল শনিবার মাইক্রোসফট এ অর্থবছরের প্রথমার্ধের প্রথমাংশের লাভক্ষতির হিসেব জনসমক্ষে নিয়ে এসেছে। তাতে জানা গেছে প্রতিষ্ঠানটির ফোন বিভাগ থেকে লাভ হয়েছে ২.৬ বিলিয়ন ডলার। গত তিন মাসে তারা ৯.৩ মিলিয়ন বা ৯৩ লক্ষ লুমিয়া স্মার্টফোন বিক্রি করেছে। গত বছরের এ সময়ের তুলনায় তাদের ফোন বিক্রির পরিমাণ শতকরা ৫ ভাগ বেড়েছে।

গুগলের নতুন ই-মেইল অ্যাপ ইনবক্স

গুগলের নতুন ই-মেইল অ্যাপ ইনবক্স
গুগলের নতুন ই-মেইল অ্যাপ ইনবক্স


প্রচলিত ইমেইল সার্ভিসে বড় ধরণের পরিবর্তন হিসেবে সূচনা হতে যাচ্ছে ইন্টারঅ্যাকটিভ ইমেইল যুগের। চলতি সপ্তাহে গুগল একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে যা দিয়ে জিমেইলের ইনবক্সকে আগের চেয়ে বেশি সুশৃঙ্খল করা যাবে। ফোন ব্যবহারকারী তার ইমেইলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজিয়ে রাখতে পারবেন । তার সাথে প্রয়োজন মতো রিমাইন্ডারও যুক্ত করে রাখতে পারবেন। তাই এ অ্যাপকে 'কলিং ইনবক্স' নামে ডাকা যেতে পারে। অ্যাপটি বিশৃঙ্খল ইমেইলের মধ্যে প্রয়োজনীয় মেইলটিকে হারিয়ে যেতে দিবে না।


কিছুদিন আগে টেক জায়ান্ট গুগল কিছুসংখ্যক জিমেইল ব্যবহারকারীকে এই নতুন অ্যাপটি ব্যবহার করতে দিয়েছিল। বেশ কয়েকজন বিশেষজ্ঞের বিশ্বাস এই সেবাটি কালক্রমে জিমেইলকে হটিয়ে দেবে। গুগলের এক কর্মী গুগল প্লাসে লিখেছেন, ‘জিমেইল শুরুর পর থেকে এটি আমাদের সবচেয়ে বড় পরিবর্তন, ইনবক্সের বিষয়ে সত্যিই উত্তেজিত বোধ করছি।’

ইনবক্সে নতুন অনেক সেবা পাওয়া যাবে। এতে গুরুত্বপূর্ণ খবরের মূল তথ্যটি হাইলাইট করা থাকবে। যেমন, বিমানের সময়সূচী, বিশেষ ঘটনার তথ্য, কিম্বা ছবি। ব্যবহারকারী নিজেই নিজের দরকার মতো তাতে রিমাইন্ডার যোগ করতে পারবেন। যেমন : ঘরে ফেরার সময় লন্ড্রি থেকে কাপড় নিয়ে আসা, বাবা-মা কিম্বা বন্ধুকে ফোন করার কথা মনে করিয়ে দেবে তার নিজের যোগ করা রিমাইন্ডার। ব্যাংক এর তথ্য, নানা রিসিটগুলি নানা ভাগে গুছিয়ে রাখা যাবে এ অ্যাপের সাহায্যে।

গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই বলেছেন, ‘আজকাল আমরা আগের যে কোন সময়ের চেয়ে বেশি ইমেইল পেয়ে থাকি, মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তার মধ্যে চাপা পড়ে যেতে পারে, নজর এড়িয়ে যেতে পারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি- বিশেষ করে যখন আমরা ফোনে আমাদের কাজগুলি সারছি।” তিনি আরো বলেন, আমাদের অনেকের ক্ষেত্রে ইমেইল গুছিয়ে রাখা এক প্রাত্যহিক অপছন্দের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর তা করতে গিয়ে সত্যিকারভাবে কোন কাজের কাজ হচ্ছেই না বরং যে কাজ করা দরকার ছিল সেই কাজগুলিই অসম্পন্ন থেকে যাচ্ছে।

যাহোক এই অ্যাপের বিষয়ে বিপরীতমূখী প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেননা প্রতিদ্বন্দ্বি অ্যাপ মেইলবক্স এবং বক্স তো ইনবক্সের মতোই কাজ করছে।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের প্রকাশনায় ওয়াল্টনকে বিশেষ স্বীকৃতি

‘স্থানীয় বিনিয়োগ উদ্যোগের একটি সফল আদর্শ’ হিসেবে ওয়াল্টনকে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিশেষ স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিনিয়োগ বোর্ডের একটি ব্রোশিওরে ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, অটোমোবাইল, টেলিকমিউনিকেশন ও গৃহস্থালী কাজে ব্যবহৃত পণ্যের সফল প্রস্তুতকারক ও বিপণন কোম্পানি রূপে ওয়াল্টনের পরিচয় তুলে ধরা হয়েছে। ওয়াল্টন কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের প্রকাশনায় তাদের কাজের উল্লেখকে কোম্পানিটির আন্তুরিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে।

বিনিয়োগ বোর্ড দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্যে উদাহরণ সৃষ্টি করায় ওয়াল্টনের প্রশংসা করেছে। তাদের ভাষায় এ প্রতিষ্ঠানটির সাফল্য অন্য বিনিয়োগকারীদেরকেও বিনিয়োগে উৎসাহিত করবে। জিডিপি বৃদ্ধি, আমদানীকৃত যন্ত্র ও পন্যের বিকল্প উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সঞ্চয়, রফতানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ওয়াল্টন দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। ওয়াল্টনের আছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দেশি বিদেশী কর্মী বাহিনী । কোম্পানিটি গুনগত ব্যবস্থাপনা পদ্ধতির জন্যে আন্তর্জাতিক আইএসও সনদ ৯০০১:২০০৮ এবং পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতির জন্যে আইএসও সনদ ১৪০০১:২০০৪ লাভ করেছে। বিনিয়োগ বোর্ডের সদস্য নিভাস চন্দ্র মন্ডলের মতে ওয়াল্টনের সফলতার গল্প আমাদের দেশের বিষয়ে বিদেশী বিনিয়োগকারীদেরকে আগ্রহী করে তুলবে।

বিনিয়োগ বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়াল্টনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘এটি একটি সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি। ওয়াল্টনের সফলতার বিষয়ে বিনিয়োগ বোর্ডের এই প্রকাশনা নিশ্চিত ভাবে দেশীয় প্রতিষ্ঠান ও বিদেশী বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবে।” তার মতে উর্দ্ধতন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করলে যে কোন প্রচেষ্টাই উৎসাহ পায় । এই প্রকাশনা ওয়াল্টনকে নতুন ও উদ্ভাবনী ক্ষমতার শিল্প স্থাপনে প্রেরণা যুগিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স অবমুক্ত চায়নায়

স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স
স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স


ইচ্ছা থাকা সত্ত্বেও মূল্য বেশি হওয়ায় অনেকেই স্যামসাং গ্যালাক্সি কোর এর ডিভাইসগুলি থেকে চোখ ফিরিয়ে নেন। তবে এমন গ্রাহকদের চোখ এবার আটকে গেছে স্যামসাং চায়নার ওয়েবসাইটে। কারণ সেখানেই সম্প্রতি প্রকাশিত হয়েছে আকর্ষনীয় স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স হ্যান্ডসেটের বিস্তারিত খবর, যা পওয়া যাবে তুলনামূলক বেশ কম দামে। স্যামসাং তাদের গ্যালাক্সি কোর সিরিজের এই নতুন সদস্যের সাথে এ সপ্তাহেই সকলকে পরিচয় করিয়ে দিয়েছে। গ্যালাক্সি কোর ম্যাক্স চলবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটে যার সাথে থাকবে ১ গিগাবাইট র‌্যাম এবং কোয়াড-কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর। ৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লের রেজ্যুলুশন ৯৬০×৫৪০। মাত্র ৮মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসে থাকছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।


যা হোক এটা এখন নিশ্চিত যে, বেশ কম দামেই মিলবে স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স। তবে তা পেতে ঠিক কতো টাকা খরচ করতে হবে কিম্বা কোথায় মিলবে ফোনসেটটি সে সম্পর্কে ওয়েবসাইটে কোন ইঙ্গিত দেয়া হয় নি।

Thursday, October 23, 2014

Walton Primo Walpad 10X

Walton Primo Walpad 10X - front
Walton Primo Walpad 10X - front


Walton Primo Walpad 10X - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 10" QXGAD

- Resolution: 2048*1536

- Processor: 1.7 GHz Octa Core

- GPU: Mali 450 MP

- Battery: 8000 mAh Li-ion polymer

- Camera: 13 MP + 2 MP

- Memory: 2GB RAM & 16GB ROM

- Dimension: 240 x 169.5 x 7.8 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB, USB OTG

- Sensors: Accelerometer(3D), GPS with A-GPS

- Release Date: Mid of November, 2014

Walton Primo Walpad 10X - with retina display
Walton Primo Walpad 10X - with retina display


Walton Primo Walpad 10X - with 8000mAh battery
Walton Primo Walpad 10X - with 8000mAh battery


Walton Primo Walpad 10X - with fast processing
Walton Primo Walpad 10X - with fast processing


Price in Bangladesh: Yet to be announced

related: walton

image credit: waltonbd.com

দ্বিগুণ গতির থ্রিজি সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকেরা

সম্প্রতি গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৫ কোটির ঘর ছুঁয়েছে। এ উপলক্ষ্যে কোম্পানিটি তার গ্রাহকদের নানান সুবিধা দিচ্ছে। সুবিধার এই তালিকায় যুক্ত হল নতুন একটি - এখন থেকে গ্রামীণফোন গ্রাহকেরা তাদের ইন্টারনেট প্যাকেজে পাবেন দ্বিগুণ গতির থ্রিজি সেবা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন খবরটি প্রকাশ করেছে।

দ্বিগুণ গতির থ্রিজি সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকেরা
দ্বিগুণ গতির থ্রিজি সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকেরা
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানটির থ্রিজি গ্রাহকগণ কোন রকম বাড়তি খরচ ছাড়াই এখন থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দ্বিগুন গতির সেবা উপভোগ করতে পারবেন। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালেন বঙ্কে দ্বিগুন গতিসম্পন্ন থ্রিজি সেবার বিষয়ে বলেন, “থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণফোন তার গ্রাহককে সর্বোচ্চ সেবাদানের সুযোগ পেয়েছে। এই দ্বিগুণ গতির থ্রিজি সেবা প্রদান আসলে আমাদের গ্রাহককে সবচেয়ে ভালো কিছু দেবার আর ‘সবার জন্যে ইন্টারনেট’ নিশ্চিত করার আকাঙ্খা ছাড়া অন্য কিছুই নয়।”

‘সকলের জন্যে ইন্টারনেট’ এই শ্লোগান নিয়ে গ্রামীণফোন দেশের সকল মানুষের জন্যে ইন্টারনেট সহজলভ্য করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এ সেবাটিকে সকল গ্রাহকের জন্যে উপকারী সেবা হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা নানা উদ্যোগ গ্রহন করেছে। তারই একটি অংশ রূপে এবার তারা চাইছে নিজেদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির থ্রিজি সেবা দিয়ে নিজেদের ৫ কোটি গ্রাহকের জীবনমান উন্নত করতে।

স্যামসাং গ্যালাক্সি এস৫ প্লাস হতে যাচ্ছে দ্রুততম অ্যান্ড্রয়েড ফোন

স্যামসাং এর ওয়েবসাইটে এখন দেথা যাচ্ছে তাদের আসন্ন ডিভাইস গ্যালাক্সি এস৫ প্লাসের ছবি ও তথ্য। এ বছরের শুরুতে কোম্পানীটি গ্যালাক্সি এস৫ ফোর-জি প্লাস সিংগাপুরে অবমুক্ত করেছে যা ছিল মূল গ্যালাক্সি এস৫ এর মতো। শুধুমাত্র তাতে অতিরিক্ত ছিল দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। স্যামসাং এর ওয়েবসাইট দেখে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে নতুন সংস্করণ গ্যালাক্সি এস৫ প্লাস অবমুক্ত করতে যাচ্ছে।

samsung galaxy s5 plus
samsung galaxy s5 plus


গ্যালাক্সি এস৫ -এ ছিল ৫.১ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২ গিগাবাইট র‌্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ফিংগারপ্রিন্ট ও হৃদস্পন্দন গতিসূচক, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী এবং ধুলা ও পানি-প্রতিরোধী আবরণ। আর এসব কিছুর সাথে গ্যালাক্সি এস৫ প্লাসে বাড়তি যা থাকছে তা হলো স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর।

স্ন্যাপড্রাগন ৮০৫ সিপিইউ থাকায় গ্যালাক্সি এস৫ প্লাস ২২৫ এমবিপিএস পর্যন্ত এলটিই গতিকে সমর্থন করবে এমনটি আশা করা হচ্ছে। এস৫ প্লাস আসছে নীল, সাদা, কালো ও সোনালী রং এ। তবে এর মূল্য ও অবমুক্তির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

 
Design by Sakif Mahmud Reshad