
গুগলের নতুন ই-মেইল অ্যাপ ইনবক্স
প্রচলিত ইমেইল সার্ভিসে বড় ধরণের পরিবর্তন হিসেবে সূচনা হতে যাচ্ছে ইন্টারঅ্যাকটিভ ইমেইল যুগের। চলতি সপ্তাহে গুগল একটি
নতুন অ্যাপ
নিয়ে এসেছে যা দিয়ে জিমেইলের ইনবক্সকে আগের চেয়ে বেশি সুশৃঙ্খল করা যাবে।
ফোন ব্যবহারকারী তার ইমেইলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজিয়ে রাখতে পারবেন
। তার সাথে প্রয়োজন মতো রিমাইন্ডারও যুক্ত করে রাখতে পারবেন। তাই এ
অ্যাপকে 'কলিং ইনবক্স' নামে ডাকা যেতে পারে। অ্যাপটি বিশৃঙ্খল ইমেইলের
মধ্যে প্রয়োজনীয় মেইলটিকে হারিয়ে যেতে দিবে না।
কিছুদিন আগে টেক জায়ান্ট গুগল কিছুসংখ্যক জিমেইল ব্যবহারকারীকে এই নতুন
অ্যাপটি ব্যবহার করতে দিয়েছিল। বেশ কয়েকজন বিশেষজ্ঞের বিশ্বাস এই সেবাটি
কালক্রমে জিমেইলকে হটিয়ে দেবে। গুগলের এক কর্মী গুগল প্লাসে লিখেছেন,
‘জিমেইল শুরুর পর থেকে এটি আমাদের সবচেয়ে বড় পরিবর্তন, ইনবক্সের বিষয়ে
সত্যিই উত্তেজিত বোধ করছি।’
ইনবক্সে নতুন অনেক সেবা পাওয়া যাবে। এতে গুরুত্বপূর্ণ খবরের মূল তথ্যটি
হাইলাইট করা থাকবে। যেমন, বিমানের সময়সূচী, বিশেষ ঘটনার তথ্য, কিম্বা ছবি।
ব্যবহারকারী নিজেই নিজের দরকার মতো তাতে রিমাইন্ডার যোগ করতে পারবেন। যেমন
: ঘরে ফেরার সময় লন্ড্রি থেকে কাপড় নিয়ে আসা, বাবা-মা কিম্বা বন্ধুকে ফোন
করার কথা মনে করিয়ে দেবে তার নিজের যোগ করা রিমাইন্ডার। ব্যাংক এর তথ্য,
নানা রিসিটগুলি নানা ভাগে গুছিয়ে রাখা যাবে এ অ্যাপের সাহায্যে।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই বলেছেন, ‘আজকাল আমরা আগের
যে কোন সময়ের চেয়ে বেশি ইমেইল পেয়ে থাকি, মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ
তথ্যগুলি তার মধ্যে চাপা পড়ে যেতে পারে, নজর এড়িয়ে যেতে পারে আমাদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ কাজগুলি- বিশেষ করে যখন আমরা ফোনে আমাদের কাজগুলি সারছি।”
তিনি আরো বলেন, আমাদের অনেকের ক্ষেত্রে ইমেইল গুছিয়ে রাখা এক প্রাত্যহিক
অপছন্দের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর তা করতে গিয়ে সত্যিকারভাবে কোন কাজের কাজ
হচ্ছেই না বরং যে কাজ করা দরকার ছিল সেই কাজগুলিই অসম্পন্ন থেকে যাচ্ছে।
যাহোক এই অ্যাপের বিষয়ে বিপরীতমূখী প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেননা
প্রতিদ্বন্দ্বি অ্যাপ মেইলবক্স এবং বক্স তো ইনবক্সের মতোই কাজ করছে।