
স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স
ইচ্ছা থাকা সত্ত্বেও মূল্য বেশি হওয়ায় অনেকেই স্যামসাং গ্যালাক্সি কোর এর ডিভাইসগুলি থেকে চোখ ফিরিয়ে নেন। তবে এমন গ্রাহকদের চোখ এবার আটকে গেছে স্যামসাং চায়নার ওয়েবসাইটে। কারণ সেখানেই সম্প্রতি প্রকাশিত হয়েছে আকর্ষনীয় স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স হ্যান্ডসেটের বিস্তারিত খবর, যা পওয়া যাবে তুলনামূলক বেশ কম দামে। স্যামসাং তাদের গ্যালাক্সি কোর সিরিজের এই নতুন সদস্যের সাথে এ সপ্তাহেই সকলকে পরিচয় করিয়ে দিয়েছে। গ্যালাক্সি কোর ম্যাক্স চলবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটে যার সাথে থাকবে ১ গিগাবাইট র্যাম এবং কোয়াড-কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর। ৪.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লের রেজ্যুলুশন ৯৬০×৫৪০। মাত্র ৮মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসে থাকছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।
যা হোক এটা এখন নিশ্চিত যে, বেশ কম দামেই মিলবে স্যামসাং গ্যালাক্সি কোর ম্যাক্স। তবে তা পেতে ঠিক কতো টাকা খরচ করতে হবে কিম্বা কোথায় মিলবে ফোনসেটটি সে সম্পর্কে ওয়েবসাইটে কোন ইঙ্গিত দেয়া হয় নি।
0 comments:
Post a Comment