আর নকিয়া লুমিয়া নয়, এর বদলে মাইক্রোসফটের উইন্ডোজ স্মার্টফোন এখন থেকে
মাইক্রোসফট লুমিয়া হিসেবেই বাজারে আসছে। যদিও এখন থেকে তাদের
স্মার্টফোনগুলি নতুন ব্র্যান্ড নেম মাইক্রোসফট লুমিয়া হিসেবেই পরিচিত হবে
তবে তারা তাদের প্রাথমিক পর্যায়ের ডিভাইসগুলি ১০ বছরের জন্যে লাইসেন্স করা
নকিয়া নামেই বিক্রি করবে।
নকিয়া নামটি সরিয়ে দেয়াতে লোকজন যে খুব বেশি অবাক হয়েছে এমন নয়। কারণ মাইক্রোসফট সেপ্টেম্বর ২০১৩ তে ৭.২ বিলিয়ন ডলারে নকিয়ার হার্ডওয়্যার ব্যবসা কিনে নেওয়ার পর থেকেই লুমিয়া শব্দটির আগে থেকে যে নকিয়া শব্দটি সরে যাবে এ ছিল জানা খবর। তবে মাইক্রোসফট-এর চুক্তি অনুসারে, তারা নকিয়া ব্র্যান্ড নামটি আরো দশ বছরের জন্যে ব্যবহার করতে পারবে। সে চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের স্বল্প মূল্যের ক্যান্ডি বার হ্যান্ডসেট নকিয়া ১৩০-এর মতো ফিচারফোনগুলি নকিয়া পরিচয়েই বিক্রি হবে।
এদিকে গতকাল শনিবার মাইক্রোসফট এ অর্থবছরের প্রথমার্ধের প্রথমাংশের লাভক্ষতির হিসেব জনসমক্ষে নিয়ে এসেছে। তাতে জানা গেছে প্রতিষ্ঠানটির ফোন বিভাগ থেকে লাভ হয়েছে ২.৬ বিলিয়ন ডলার। গত তিন মাসে তারা ৯.৩ মিলিয়ন বা ৯৩ লক্ষ লুমিয়া স্মার্টফোন বিক্রি করেছে। গত বছরের এ সময়ের তুলনায় তাদের ফোন বিক্রির পরিমাণ শতকরা ৫ ভাগ বেড়েছে।
নকিয়া নামটি সরিয়ে দেয়াতে লোকজন যে খুব বেশি অবাক হয়েছে এমন নয়। কারণ মাইক্রোসফট সেপ্টেম্বর ২০১৩ তে ৭.২ বিলিয়ন ডলারে নকিয়ার হার্ডওয়্যার ব্যবসা কিনে নেওয়ার পর থেকেই লুমিয়া শব্দটির আগে থেকে যে নকিয়া শব্দটি সরে যাবে এ ছিল জানা খবর। তবে মাইক্রোসফট-এর চুক্তি অনুসারে, তারা নকিয়া ব্র্যান্ড নামটি আরো দশ বছরের জন্যে ব্যবহার করতে পারবে। সে চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের স্বল্প মূল্যের ক্যান্ডি বার হ্যান্ডসেট নকিয়া ১৩০-এর মতো ফিচারফোনগুলি নকিয়া পরিচয়েই বিক্রি হবে।
এদিকে গতকাল শনিবার মাইক্রোসফট এ অর্থবছরের প্রথমার্ধের প্রথমাংশের লাভক্ষতির হিসেব জনসমক্ষে নিয়ে এসেছে। তাতে জানা গেছে প্রতিষ্ঠানটির ফোন বিভাগ থেকে লাভ হয়েছে ২.৬ বিলিয়ন ডলার। গত তিন মাসে তারা ৯.৩ মিলিয়ন বা ৯৩ লক্ষ লুমিয়া স্মার্টফোন বিক্রি করেছে। গত বছরের এ সময়ের তুলনায় তাদের ফোন বিক্রির পরিমাণ শতকরা ৫ ভাগ বেড়েছে।
10:05 AM
Sakif Mahmud Reshad

Posted in:
0 comments:
Post a Comment