
চলতি বছরেই ললিপপ আপডেট এলজি জি৩ ও গ্যালাক্সি এস৫-এ
চলতি বছরেই গ্যালাক্সি এস৫ এর ললিপপ আপডেট প্রকাশ করতে পারে স্যামসাং। আর ডিসেম্বরের শেষ নাগাদ এলজি জি থ্রি এবং আসছে জানুয়ারীতে সনি এক্সপেরিয়া যেড থ্রি-এর ললিপপ আপডেট অবমুক্ত হবে। এলজি নিজ উদ্যোগেই ললিপপ সংক্রান্ত পরিবর্তন পরিবর্ধণ সম্পন্ন করবে। ফলে গুগলের সদ্য প্রকাশিত অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণ থেকে সহজেই পার্থক্য করা যাবে এলজির কাস্টমাইজড ললিপপ সংস্করণ-কে। একইভাবে সনি, স্যামসাং -ও নিজেদের ব্র্যান্ডেড ললিপপ সংস্করণ প্রকাশ করবে তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য। উল্লেখ্য, উন্নত ইন্টাফেস, ম্যাটেরিয়াল ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারী, স্মার্টলক, একাধিক ইউজার অ্যাকাউন্ট, ওপেনজিএল ইএস৩.১ ইত্যাদি বহু অগ্রসর সুবিধাসহ অ্যান্ড্রয়েড কিট্ক্যাটের পরবর্তী সংস্করণ ললিপপ চলতি মাসে অবমুক্ত করে সফটওয়্যার জায়ান্ট গুগল।
0 comments:
Post a Comment