Thursday, September 18, 2014

অপেরা-মিডিয়াটেক উদ্দ্যোগে সাশ্রয়ী হবে মোবাইল ইন্টারনেট

তাইওয়ানের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিডিয়াটেক তাদের দুটি ৪জি চিপসেটে অপেরা ম্যাক্স নামের একটি ডাটা সংকোচন অ্যাপলিকেশন যুক্ত করতে যাচ্ছে। জনপ্রিয় মোবাইল ব্রাউজার অপেরা মিনির নির্মাতা প্রতিষ্ঠান অপেরা বলছে, ডাটা সংকোচন প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করবে এই অপেরা ম্যাক্স। অনেকটা ১০০ টাকার ডাটা প্ল্যান কিনে ১৫০টাকার ডাটা ব্যবহারের সুবিধা দেবে এই প্রযুক্তি - এমনটিই দাবী অপেরার। 

অ্যাপের সাহায্যে কতোটা ডাটা ব্যবহৃত হলো এবং কতটুকু ডাটা সাশ্রয় হলো তা মনিটর করতে পারবেন ব্যবহারকারীরা
অ্যাপের সাহায্যে কতোটা ডাটা ব্যবহৃত হলো এবং কতটুকু ডাটা সাশ্রয় হলো তা মনিটর করতে পারবেন ব্যবহারকারীরা


গত বুধবারের এক বিবৃতিতে জানানো হয়েছে এই চিপ ব্যবহারকারীরা ড্যাশবোর্ডে যুক্ত অ্যাপের সাহায্যে কতোটা ডাটা ব্যবহৃত হলো এবং কতটুকু ডাটা সাশ্রয় হলো তা মনিটর করতে পারবেন। ৬৪বিট কোয়াড এবং অক্টাকোর সংস্করণের দুটি চিপের মাধ্যমে মিডিয়াটেক ও অপেরার এই যৌথ উদ্দ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে। দুটি চিপই মিডিয়া টেক-এর ‘সুপার-মিড মার্কেট’ বিস্তার কর্মকান্ডের অংশ। তাইওয়ানের প্রতিষ্ঠানটির এই চিপসেট গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান কার্যক্রমের উত্থানকে আরো বেগবান করতে পারে যার প্রথম উদ্দেশ্যই হল উন্নয়নশীল বিশ্বের স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড বাজারকে হস্তগত করা। অপরদিকে শীর্ষ মোবাইল প্রক্সি ব্রাউজার অপেরা মিডিয়াটেকের সাথে সংযুক্ত হয়েছে তার বাজারকে আরো শক্তিশালী করার ভাবনাকে বাস্তবরূপ দিতে।

1 comments:

Md Istiak Ahamed said...

hmm...valo .

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad