মোবাইল ফোনের চিপ প্রস্তুতকারী সর্ববৃহত প্রতিষ্ঠান কোয়ালকম নিজেদের
প্রযুক্তিকে আরো উন্নত ও বিস্তৃত করতে ২.৫ বিলয়ন ডলারের (১.৫৬ বিলিয়ন
পাউন্ড) বিনিময়ে যুক্তরাজ্যের চিপমেকার সিএসআর’কে কিনে নিচ্ছে। গতকাল
সিএসআর জানিয়েছে যে, কোয়ালকম তাদের শেয়ার প্রতি ৯০০ পেন্স মূল্য দেবে। এ
মূল্য গতকালের বাজারের চেয়ে শতকরা ৩৭ ভাগ বেশি। লন্ডনের শেয়ার বাজারে গতকাল
সকাল ১০:৩৭ মিনিটে তাদের শেয়ার ৮৫৪.৫ পেন্সে বিক্রি হয়েছে।
কোয়ালকম
ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই
অধিগ্রহণ সম্পন্ন করলো বলে মনে করা হচ্ছে। বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের
মতে, আগামী আট বছরের মধ্যে উন্নত বিশ্বে প্রতিটি ঘরে প্রায় পাঁচশত
ইন্টারনেট সংযুক্ত আসবাবপত্র স্থান পাবে। কোয়ালকম-এর সিএসআর’কে কিনে নেয়া
থেকে যে সংকেত পাওয়া যাচ্ছে তা হল সেমিকন্ডাক্টর শিল্প এখন বিভিন্ন
আসবাবপত্রের জন্যে উপযোগী চিপ তৈরিকে প্রাধান্য দিচ্ছে। এ চিপ দিয়ে মোবাইল
ফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন গাড়ী, থার্মোস্ট্যাটসহ অন্যান্য
গৃহস্থালী যন্ত্রপাতি তৈরি করা যাবে।
সান-ডিয়াগোতে অবস্থিত কোয়ালকম গত জুলাই মাসে উইলোসিটি লিঃ নামের অন্য একটি প্রতিষ্ঠানও কিনেছিল। উইলোসিটি’তে এখন ওয়াই-ফাই পণ্য তৈরি হচ্ছে। কোয়ালকম এরই মধ্যে অলজয়িন ব্যবস্থার উদ্ভাবন করেছে যা সংযুক্ত ডিভাইসগুলিকে একসাথে কাজ করতে সাহায্য করে থাকে।

আড়াই বিলিয়ন ডলারে কোয়ালকম অধিগ্রহণ করলো প্রতিদ্বন্দ্বি কোম্পানি
সান-ডিয়াগোতে অবস্থিত কোয়ালকম গত জুলাই মাসে উইলোসিটি লিঃ নামের অন্য একটি প্রতিষ্ঠানও কিনেছিল। উইলোসিটি’তে এখন ওয়াই-ফাই পণ্য তৈরি হচ্ছে। কোয়ালকম এরই মধ্যে অলজয়িন ব্যবস্থার উদ্ভাবন করেছে যা সংযুক্ত ডিভাইসগুলিকে একসাথে কাজ করতে সাহায্য করে থাকে।
12:17 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment