Thursday, October 23, 2014

ইবোলা নিয়ন্ত্রণে জুকারবার্গের ২৫ মিলিয়ন ডলার দান

জুকারবার্গের ২৫ মিলিয়ন ডলার দান ইবোলা নিয়ন্ত্রণে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। আর অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ফেসবুক এর স‌হপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি এ ভাইরাস প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার দান করবেন। জুকারবার্গ নিজে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তার দানের অর্থ যাবে সিডিসি ফাউন্ডেশনের তহবিলে। সিডিসি একটি দাতব্য সংস্থা যারা সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর পক্ষে বিভিন্ন সরকারী স্বাস্থ্য সংস্থার জন্যে অর্থ সংগ্রহ ও বিতরণ করে থাকে।

ফেসবুক পোস্টে জুকারবার্গ লিখেছেন, ‘ইবোলা যেন আর ছড়িয়ে পরতে না পারে এবং তা যেন এইচআইভি অথবা পোলিও’র মতো বিশ্বজুড়ে একটি দীর্ঘ স্থায়ী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি না করে যার বিরূদ্ধে আমাদের বিশাল আয়োজনে কয়েক যুগ ধরে লড়াই চালিয়ে যেতে হয় - সে কারণে আমাদের ইবোলাকে নিয়ন্ত্রন করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের অনুদান হবে সবচেয়ে কম সময়ে ইবোলা প্রতিরোধে সিডিসি ও বিশেষজ্ঞদেরকে শক্তিশালি করার উপায়।’ যৌথভাবে এ অনুদান দিচ্ছেন জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা। দ্যা ক্রনিকল ফিলানথ্রফি’র মতে মার্ক ও প্রিসিলা জুকারবার্গ ২০১৩ সালের সর্ববৃহৎ দাতা। কারণ গত বছর তার দু’জনে মিলে দান করেছেন মোট ১ বিলিয়ন ডলার যার বেশির ভাগ অংশই তারা দান করেছিলেন সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন-এ। তাদের আয়ের বড় অংশটিই আসে ফেসবুকের ১৮ মিলিয়ন শেয়ার থেকে।

স্বাস্থ্য সংস্থাগুলি জানিয়েছে যে, ইবোলার ওষুধ, সাহায্যকর্মীদের সুরক্ষা পোষাক এবং মৃতদের নিরাপদ দাফনের জন্যে বিপুল অর্থ প্রয়োজন। আর এ যাবত প্রাপ্ত অনুদান ইবোলা নিয়ন্ত্রণের জন্যে যথেষ্ট নয়। জাতিসংঘের হিসেব মতে ইবোলা প্রতিরোধে এই মূহুর্তে ১ বিলিয়ন ডলার প্রয়োজন।

উল্লেখ্য, এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ৩ হাজারের বেশি মানুষ ইবোলার কারণে মারা গেছে এবং ৮ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad