বর্তমানের চেয়ে ওয়াই-ফাই এর গতি আরো ৫ গুন
বাড়াবার একটি পথ খুঁজে পেয়েছে বলে স্যামসাং দাবী করেছে। তারা বলছে তাদের
প্রকৌশলীরা সেকেন্ডে ৪.৬ গিগাবিট গতিতে ডাটা স্থানান্তরের দুটি বড়
প্রযুুক্তিগত বাঁধা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। যদি তাদের কথা সত্য হয় তবে
এর অর্থ হচ্ছে ১ গিগাবাইট ফাইল ৩ সেকেন্ডেরও কম সময়ে স্থানান্তর করা সম্ভব
হবে।
সংক্ষিপ্ত বিবৃতিতে স্যামসাং জানিয়েছে যে, তাদের প্রকৌশলীরা ৬০ গিগাহার্টজ ব্যান্ডে কার্যক্ষম ওয়াই-ফাই নিয়ে কাজ করেছেন। বর্তমান ওয়াই-ফাই ব্যবস্থা চলছে ২.৪ ও ৫ গিগাহার্টজ ব্যান্ডে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি বাস্তবায়ন করতে যথেষ্ট সময় লাগবে। যদিও স্যামসাং বলছে, আগামী বছর থেকেই এই প্রযুক্তি বাজারজাত করা হবে। এই প্রযুক্তি স্যামসাং তাদের টেলিভিশন , স্মার্টফোন, চিকিৎসা যন্ত্রপাতি এবং স্মার্টহোম যন্ত্রপাতিতে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
একটি ওয়াই-ফাই হাব বা হটস্পটে যখন একসাথে অনেকগুলি ডিভাইস সংযুক্ত করা হয় তখন বিভিন্ন চ্যানেলে পরিভ্রমণরত ডাটা একে অন্যের গতিতে বাধার সৃষ্টি করে। স্যামসাং বলছে তারা তা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। অ্যানটেনার উন্নয়নও সংকেত চলাচলকে সহায়তা করেছে, এর হারিয়ে যাওয়ার ঝুঁকিও কমিয়েছে। এই উন্নতির অর্থ এখন থেকে ডাটা প্রতি সেকেন্ডে ৫৭৫ মেগাবাইট (বা ৪.৬ গিগাবিট) গতিতে চলতে পারবে।
টেক নিউজ সাইট পকেট-লিন্ট এর প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেছেন, ‘বিভিন্ন ধরণের ডিভাইসের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত ডাটা ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তাই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অতি দ্রুত ডাটা স্থানান্তর ভবিষ্যতের জন্য খুব জরুরী হয়ে পড়েছে'। তিনি আরো বলেছেন, ‘এই গতির বৃদ্ধি আমাদের ভীষণ ভাবে সাহায্য করবে। ..আমাদের দৈনন্দিন কাজে এই প্রযুক্তির সুফল পেতে আরো কয়েক বছর লেগে যাবে।’

দ্রুতগতির ওয়াই-ফাই প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করলো স্যামসাং
ছবি : BBC/AFP
সংক্ষিপ্ত বিবৃতিতে স্যামসাং জানিয়েছে যে, তাদের প্রকৌশলীরা ৬০ গিগাহার্টজ ব্যান্ডে কার্যক্ষম ওয়াই-ফাই নিয়ে কাজ করেছেন। বর্তমান ওয়াই-ফাই ব্যবস্থা চলছে ২.৪ ও ৫ গিগাহার্টজ ব্যান্ডে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি বাস্তবায়ন করতে যথেষ্ট সময় লাগবে। যদিও স্যামসাং বলছে, আগামী বছর থেকেই এই প্রযুক্তি বাজারজাত করা হবে। এই প্রযুক্তি স্যামসাং তাদের টেলিভিশন , স্মার্টফোন, চিকিৎসা যন্ত্রপাতি এবং স্মার্টহোম যন্ত্রপাতিতে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
একটি ওয়াই-ফাই হাব বা হটস্পটে যখন একসাথে অনেকগুলি ডিভাইস সংযুক্ত করা হয় তখন বিভিন্ন চ্যানেলে পরিভ্রমণরত ডাটা একে অন্যের গতিতে বাধার সৃষ্টি করে। স্যামসাং বলছে তারা তা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। অ্যানটেনার উন্নয়নও সংকেত চলাচলকে সহায়তা করেছে, এর হারিয়ে যাওয়ার ঝুঁকিও কমিয়েছে। এই উন্নতির অর্থ এখন থেকে ডাটা প্রতি সেকেন্ডে ৫৭৫ মেগাবাইট (বা ৪.৬ গিগাবিট) গতিতে চলতে পারবে।
টেক নিউজ সাইট পকেট-লিন্ট এর প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেছেন, ‘বিভিন্ন ধরণের ডিভাইসের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত ডাটা ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তাই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অতি দ্রুত ডাটা স্থানান্তর ভবিষ্যতের জন্য খুব জরুরী হয়ে পড়েছে'। তিনি আরো বলেছেন, ‘এই গতির বৃদ্ধি আমাদের ভীষণ ভাবে সাহায্য করবে। ..আমাদের দৈনন্দিন কাজে এই প্রযুক্তির সুফল পেতে আরো কয়েক বছর লেগে যাবে।’
12:14 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment