Monday, October 13, 2014

১৬ অক্টোবর নতুন আইপ্যাড এর ঘোষণা

 অ্যাপেলের আমন্ত্রণপত্রআগামী ১৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপেলের ইনফিনিট লুপ ক্যাম্পাসের টাউনহল মিলানায়তনে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সংবাদ মাধ্যমসহ অনেক বিশিষ্টজনের কাছে অ্যাপেল-এর আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। ‘এ ছিল এক সুদীর্ঘ পথ’ এমনটাই লেখা আছে আমন্ত্রণপত্রে। এ সুদীর্ঘ পথ শেষে অ্যাপেল উক্ত অনষ্ঠানে তার সম্পূর্ণ নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি অবমুক্ত করতে যাচ্ছে। এরই মধ্যে জানা গেছে যে, অ্যাপেলের দু’টি আইপ্যাডেই ব্যবহার করা হয়েছে অ্যাপেল এ৮ প্রসেসর, এম৮ কো-প্রসেসর, টাচ্ আইডি ও অ্যাপেল পে। আগের যে কোন আইপ্যাডের চেয়ে নতুন আইপ্যাড দু’টি অনেক বেশি পাতলা হবে। আইপ্যাড এয়ার২ হবে মাত্র ৭মিলিমিটার।

শুধু আইপ্যাডই নয় অ্যাপেল তাদের একটি নতুন আইম্যাক লাইন-আপও ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। আইম্যাকটির স্ক্রিন হবে অতি উচ্চ রেজুলেশনের - ৬৪০০ * ৩৬০০, ৫৭৬০ * ৩২৪০ এবং ৪০৯৬ * ২৩০৪ পিক্সেল। এছাড়াও অ্যাপেলের রেটিনা ডিসপ্লের একটি ১২ ইঞ্চির ম্যাকবুকও অবমুক্ত করার সম্ভাবনা আছে যদিও এ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নি। ১৬ অক্টোবর অ্যাপেল আইপ্যাডের পাশাপাশি তাদের ম্যাক ওএস এক্স ইয়োসেমাইট বেটা ৫ এবং ডেভেলপারদের জন্যে গোল্ডেন মাস্টার ক্যানডিডেট-ও সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে এমনই প্রত্যাশা সবার। একইদিনে প্রতিষ্ঠানের পক্ষে থেকে আইওয়ার্ক, আইলাইফ, আইটিউন ১২ সহ অন্যান্য পণ্য সম্পর্কে আরো তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad