আগামী ১৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায়
ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপেলের ইনফিনিট লুপ ক্যাম্পাসের টাউনহল
মিলানায়তনে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সংবাদ
মাধ্যমসহ অনেক বিশিষ্টজনের কাছে অ্যাপেল-এর আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। ‘এ
ছিল এক সুদীর্ঘ পথ’ এমনটাই লেখা আছে আমন্ত্রণপত্রে। এ সুদীর্ঘ পথ শেষে
অ্যাপেল উক্ত অনষ্ঠানে তার সম্পূর্ণ নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি
অবমুক্ত করতে যাচ্ছে। এরই মধ্যে জানা গেছে যে, অ্যাপেলের দু’টি আইপ্যাডেই
ব্যবহার করা হয়েছে অ্যাপেল এ৮ প্রসেসর, এম৮ কো-প্রসেসর, টাচ্ আইডি ও
অ্যাপেল পে। আগের যে কোন আইপ্যাডের চেয়ে নতুন আইপ্যাড দু’টি অনেক বেশি
পাতলা হবে। আইপ্যাড এয়ার২ হবে মাত্র ৭মিলিমিটার।
শুধু আইপ্যাডই নয় অ্যাপেল তাদের একটি নতুন আইম্যাক লাইন-আপও ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। আইম্যাকটির স্ক্রিন হবে অতি উচ্চ রেজুলেশনের - ৬৪০০ * ৩৬০০, ৫৭৬০ * ৩২৪০ এবং ৪০৯৬ * ২৩০৪ পিক্সেল। এছাড়াও অ্যাপেলের রেটিনা ডিসপ্লের একটি ১২ ইঞ্চির ম্যাকবুকও অবমুক্ত করার সম্ভাবনা আছে যদিও এ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নি। ১৬ অক্টোবর অ্যাপেল আইপ্যাডের পাশাপাশি তাদের ম্যাক ওএস এক্স ইয়োসেমাইট বেটা ৫ এবং ডেভেলপারদের জন্যে গোল্ডেন মাস্টার ক্যানডিডেট-ও সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে এমনই প্রত্যাশা সবার। একইদিনে প্রতিষ্ঠানের পক্ষে থেকে আইওয়ার্ক, আইলাইফ, আইটিউন ১২ সহ অন্যান্য পণ্য সম্পর্কে আরো তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।
9:06 PM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment