Monday, October 13, 2014

এইচটিসি’র ক্যামেরা রি হতে পারে স্মার্টফোনের পরিপূরক

রি হল এইচটিসি’র পানিনিরোধক, হাতে ব‌হনযোগ্য, ওয়াইড-এঙ্গেলড ডিজিটাল ক্যামেরা যা দিয়ে স্থিরচিত্র বা ভিডিও - দু’টোই তোলা যায়। সম্প্রতি এইচটিসি এর ঘোষণা দিয়েছে। ক্যামেরাটি দেখতে সিলিন্ডার বা গোল নল আকৃতির যা অনেকটাই চিকিৎসায় ব্যব‌হৃত ইনহেলারের মতো। এর উচ্চতা ৩.৮ ইঞ্চি এবং ওজন ৬৫.৫ গ্রাম। রি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এর সাহায্যে এইচডি ও ফুলএইচডি ভিডিও করা যায়। এতে সংযুক্ত সেনসরটি স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরাটিকে চালু করে। মাত্র দু’টি বোতাম টিপেই একে নিয়ন্ত্রণ করতে হয়। একটি অ্যাপের সাহায্যে তারবিহীন অবস্থায় ক্যামেরাটিকে ট্যাবলেট বা স্মার্টফোনের সাথে যুক্ত করে ছবি তোলা সম্ভব যা সময় সুযোগ মতো পরে যে কোন সময়ে দেখা যায়। সাইকেলের হ্যান্ডেলের সাথে ক্যামেরাটি লাগিয়ে যেমন ছবি তুলতে তুলতে পথ চলা যায় তেমনি অন্য যে কোন কিছুতে আটকে নিয়ে তা দিয়ে পানির নীচেও ছবি তোলা যাবে।



এইচটিসি’র ক্যামেরা রি হতে পারে স্মার্টফোনের পরিপূরক
এইচটিসি’র ক্যামেরা রি হতে পারে স্মার্টফোনের পরিপূরক


তাইওয়ানের কোম্পানি এইচটিসি’র প্রধান নির্বাহী পিটার চৌ বলেছেন, ‘অপ্রতিদ্বন্দ্বি সফটওয়্যারের সাথে অবিশ্বাস্য হার্ডওয়্যারের সংমিশ্রণের মাধ্যমে এইচটিসি ছবি নিয়ে নতুন করে ভাবার একটি পথ উন্মোচন করছে।” যাহোক, এইচটিসি বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে মোট আয় করেছে ৬৪০ মিলিয়ন তাইওয়ান ডলার। যদিও বিক্রি কম ছিল তবু এটা স্পষ্ট যে, প্রতিষ্ঠানটি গত বছরের লোকসানকে কাটিয়ে উঠছে। অন্যদিকে একইধরণের ক্যামেরা প্রস্ততকারী গোপ্রো এসময়ে ৩.৮ মিলিয়ন ক্যামেরা বিক্রি করেছে। আর এ সংখ্যা ২০১২ থেকে ৬৬% বেশি। এ প্রতিষ্ঠানটির বাজেট বান্ধব ক্যামেরা হিরোর দাম মাত্র ১০০ পাউন্ড যা পানিপ্রতিরোধী, ৫ মেগা পিক্সেল সেনসরসহ অনেক দিক থেকেই রি’র সমতুল্য।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad