বিজনেস ইনসাইডারের মতে, স্ন্যাপচ্যাট নয় কিন্তু এর একটি থার্ড-পার্টি
সেবাদানকারী অ্যাপকে হ্যাক করা হয়েছিল। ফোরচ্যানডটওআরজি নামের একটি
ওয়েবসাইটে দাবী করা হয়েছে যে, স্ন্যাপচ্যাটের একটি থার্ড-পার্টি অ্যাপ
হ্যাক করে ১ লক্ষ ছবি ও ভিডিও চুরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিশাল
সংখ্যক ছবি ও ভিডিও শিশু পর্ণগ্রাফিতে ব্যবহার করা হতো। স্ন্যাপচ্যাট মূলতঃ
অন্তরঙ্গ ছবি ও বার্তা প্রেরণের কাজে বেশী ব্যবহৃত হয় এবং এটি
ব্যবহারকারীদের অর্ধেকই হচ্ছে ১৩ থেকে ১৭ বছর বয়সের কিশোর কিশোরী।
এক্ষেত্রে প্রাপক অত্যন্ত স্বল্প(১০ সেকেন্ড বা তার কম) সময়ের জন্য তার
কাছে আসা একটি বার্তা বা ছবি দেখার সুযোগ পান। আর তারপরই এটি
স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় প্রাপকের ফোন থেকে।
নিরাপত্তা
প্রতিষ্ঠান সিন্যাক এর গবেষনা পরিচালক প্যাট্রিক ওয়ার্ডেল বলেছেন,
‘স্ন্যাপচ্যাটের সেবা গ্রহন করে ম্যাসেজ প্রেরণকারী প্রত্যেকেই এই হুমকির
শিকার হতে পারেন।’ যদিও স্ন্যাপচ্যাট দাবী করছে যে, তারা হ্যাকারের খপ্পরে
পড়ে নি। কম্পিউটার বিশেষজ্ঞগন এরই মধ্যে স্ন্যাপচ্যাট ব্যবহার মোটেও
নিরাপদ নয় বলে জানিয়েছেন। আর সমালোচকেরা তো আগেই বলে রেখেছিলেন, যে কেউ
স্ন্যাপচ্যাটের ছবি তার মোবাইলের স্ক্রিন থেকে নিজের ক্যামেরায় তুলে নিতে
পারে। থার্ড-পার্টি হ্যাক হওয়ার ঘটনায় স্ন্যাপচ্যাটের নিরাপত্তা বিষয়ে
অদক্ষতার আর একটি প্রমাণ উন্মেচিত হয়েছে, প্রশ্ন উঠেছে ব্যবহারকারীর
নিরাপত্তা বিধানে তাদের প্রতিশ্রুতির বিষয়েও। ঝুঁকির মূল কারণ, 'স্ন্যাপ'
বা ছবির প্রাপকের ব্যবহৃত বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ যা এই ক্ষণস্থায়ী
মেসেজিং প্লাটফর্মকে ছবি সংগ্রহের কাজে ব্যবহার করে।
২০১১ সালের সেপ্টম্বরে যাত্রা শুরুর পর অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয় এই ক্ষণস্থায়ী বার্তাপ্রেরণ সুবিধা। সম্প্রতি ইন্টারনেট জায়ান্ট ফেসবুক স্ন্যাপচ্যাট অধিগ্রহণে তিন বিলিয়ন ডলারের প্রস্তাব দেয় এবং ব্যর্থ হয়। প্রতিদিন গড়ে ৭০ কোটি বার্তা ও ছবি আদানপ্রদান হয় এই জনপ্রিয় প্লাটফর্মে।

স্ন্যাপচ্যাট নয়, হ্যাক হয়েছিল একটি থার্ড-পার্টি অ্যাপ
২০১১ সালের সেপ্টম্বরে যাত্রা শুরুর পর অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয় এই ক্ষণস্থায়ী বার্তাপ্রেরণ সুবিধা। সম্প্রতি ইন্টারনেট জায়ান্ট ফেসবুক স্ন্যাপচ্যাট অধিগ্রহণে তিন বিলিয়ন ডলারের প্রস্তাব দেয় এবং ব্যর্থ হয়। প্রতিদিন গড়ে ৭০ কোটি বার্তা ও ছবি আদানপ্রদান হয় এই জনপ্রিয় প্লাটফর্মে।
12:14 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment