Thursday, October 23, 2014

মুনাফা বৃদ্ধি অ্যাপেলের

মুনাফা বৃদ্ধি অ্যাপেলের অ্যাপেল ২০১৪ অর্থ বছরে চতুর্থ প্রান্তিকের অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় প্রতিষ্ঠানটির মোট মুনাফা হয়েছে ৮.৫ বিলিয়ন ডলার। অন্যভাবে বলা যায় শেয়ার প্রতি ১.৪২ ডলার হারে আয় করেছে ৪২.১ বিলিয়ন ডলার। এই সময়ে তাদের গ্রস মার্জিন ছিল ৩৮%। বছরের এই অংশে অ্যাপেল গত বছরের তুলনায় ভালো অর্থনৈতিক অবস্থানে এসেছে। গত বছর ৩৭.৫ বিলিয়ন আয়ে তাদের মোট মুনাফা ছিল ৭.৫ বিলিয়ন ডলার।

আইফোন বিক্রিতে সাফল্যই অ্যাপেল’কে এই ভালো মুনাফা এনে দিয়েছে । এ সময় অ্যাপেল ৩৯.২ মিলিয়ন স্মার্টফোন বিক্রিতে সক্ষম হয়েছে অথচ গত বছরের এই সময়টাতে তারা বিক্রি করতে পেরেছিল মাত্র ৩৩.৮ মিলিয়ন স্মার্টফোন। এ সময় তাদের ম্যাক কম্পিউটার বিক্রিও ছিল আশাতীত। তারা যেখানে বিক্রির আশা করেছিল ৪.৯ মিলিয়ন, বাস্তবে সেখানে বিক্রি হয়ছে ৫.৫২ মিলিয়ন কম্পিউটার। আইফোন বিক্রিতে সাফল্য থাকলেও তাদের অ্যাপেলের আইপ্যাড বিক্রির পরিমান ভালো ছিল না। প্রত্যাশিত ১৩.১ মিলিয়ন থেকে নেমে তারা বিক্রি করতে পেরেছে মাত্র ১২ মিলিয়ন। গত বছরের এই সময়টিতে তারা বিক্রি করেছিল ১৪.১ মিলিয়ন ট্যাবলেট।

অর্থবছরের আগামী প্রান্তিকে অ্যাপেল ৬৩.৫ থেকে ৬৬.৫ বিলিয়ন ডলারের মধ্যে আয়ের প্রত্যাশা রাখে। তাদের এই প্রত্যাশা বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত নয় মোটেও কারণ এসময়ের মধ্যে চলবে বড়দিনের ছুটির কেনাকাটার উৎসব। তাছাড়া বছরের এই সময়টিতে আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইপ্যাড এয়ার২ এর বিক্রি কোম্পানীটির অর্থনৈতিক সমৃদ্ধিতে নিশ্চিত ভূমিকা রাখবে।

ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে অপ্পো এনথ্রি

ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে  অপ্পো এনথ্রি
ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে অপ্পো এনথ্রি


অপ্পো আগামী ২৯ অক্টোবর বাজারে আনছে নতুন ফ্যাবলেট এন৩ যাতে যুক্ত থাকছে ফিংগার প্রিন্ট সেনসর। সম্প্রতি প্রতিষ্ঠানটি ওয়েবাসাইটে এ ফ্যাবলেটের যে প্রচারণা চালাচ্ছে তাতে আবারও স্পষ্ট করা হয়েছে যে এতে একটি ঘূর্ণায়মান ক্যামেরা থাকবে। ওয়েবসাইটের ছবিতে এই ক্যামেরার যন্ত্রাংশগুলিকে আলাদা আলাদা করে পর্যায়ক্রমিক ভাবে দেখানো হয়েছে।

গত সপ্তাহেও প্রকাশিত ছবিটির মতো এবারের ছবিটিতেও ফিংগারপ্রিন্ট স্পষ্ট ভাবে দেখা গেছে। এটি আছে ফ্যাবলেটটির পিছন ভাগে। অর্থাৎ হাত দিয়ে ফোনটি ধরলে তা নিশ্চিত ভাবে ব্যবহারকারীর তর্জনীকে স্পর্শ করবে। ছবিতে স্ক্যানারটি দেখা গেলেও তা প্রকৃত অর্থে কিভাবে কাজ করবে সে বিষয়টি এখনও অস্পষ্ট।

অপ্পোর এই ফিংগারপ্রিন্ট স্ক্যানারটি স্যামসাং এর গ্যালাক্সি স্মার্টফোন, এইচটিসি’র ওয়ান ম্যাক্স, অ্যাপেলের বিভিন্ন ডিভাইস অথবা সম্প্রতি অবমুক্ত হুআই অ্যাসেন্ড মেট৭ এ ব্যবহৃত সুইফ-স্ক্যানারের মত কিনা তা দেখতে কিছুদিন অপেক্ষা করতে হবে। মেট৭ এর স্ক্যানারটি ব্যবহারকারীদেরকে যথেষ্ট সন্তুষ্ট করেছে। তাই প্রত্যাশা অপ্পো এনথ্রি ব্যবহারকারীদের তার থেকে কম নয় বরং বেশী কিছুই দিবে।

আইপ্যাড এয়ার ২

আইপ্যাড এয়ার ২
আইপ্যাড এয়ার ২



আইপ্যাড এয়ার ২ যে গত ১৬ অক্টোবর সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছিল সে তো বেশ পুরোনো খবর। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপেলের কুপারটিনো ক্যাম্পাসে এবং একই সাথে ইউরোপের বার্লিনে কোম্পানিটি প্রেস ইভেন্ট আয়োজন করে। আর যথারীতি তা মিডিয়ায় ব্যপক সারা ফেলেছে। প্রেস ইভেন্টে জানানো তথ্য অনুসারে ১৭ অক্টোবর থেকে আইপ্যাড এয়ার ২ পেতে প্রি-বুকিং দেয়া যাচ্ছে। আশা করা হচ্ছে প্রি-অর্ডারকৃত আইপ্যাড ২২ অক্টোবরের মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাবে। তবে কবে থেকে আইপ্যাডটি স্টোরে কিনতে পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায় নি।

৯‌.৭ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড এয়ার ২ উপর থেকে দেখতে ঠিক আইপ্যাড এয়ারের মতো হলেও আগেরটির চেয়ে এই ডিভাইসটি বেশ উন্নত। টাচ্ আইডি সহ এ আইপ্যাডটি ভীষণ পাতলা। এর পূরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার যেখানে আগেরটি ছিল ৭.৫ মিলিমিটার পুরু। এতে আছে নতুন এ৮এক্স প্রসেসর। অ্যাপলের এই নতুন প্রসেসরে ট্রানজিস্টারের সংখ্যা তিন বিলিয়ন, যা সদ্য বাজারে আসা আইফোন ৬ থেকে এক বিলিয়ন বেশী। যার কারণে বেশিরভাগ অ্যাপ পূর্বের চেয়ে শতকরা ৪০% দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। এর স্ক্রীনটি আকারে ও দেখতে আগেরটির মতোই তবে এতে আছে অ্যান্টি-রিফলেক্টিভ আবরণ।

অ্যাপেল এই আইপ্যাডে দিয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা যার সাথে যুক্ত বার্স্ট মোড, প্যানারোমা, স্লো-মো, টাইমার মোড এবং টাইম-ল্যাপস্। । নানা বৈশিষ্ট্যময় আইপ্যাড এয়ার ২ এর প্রতি ক্রেতাতের আগ্রহ থাকলেও এটি নিশ্চিত যে, এ বছর আর ২/৩ দিন আগে থেকে দোকানের সামনে আইপ্যাডটির জন্যে ক্রেতার লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

গুগল নেক্সাস ৬, নেক্সাস ৯ ট্যাবলেট অবমুক্ত

নেক্সাস ৬ - গুগলের তৈরি করা সর্ব্বোচ্চ মূল্যমানের ফোন
নেক্সাস ৬ - গুগলের তৈরি করা সর্ব্বোচ্চ মূল্যমানের ফোন


গত বুধবার সকালে গুগল সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে তাদের নতুন পণ্য ফ্যাবলেট নেক্সাস ৬ ও নেক্সাস ৯ ট্যাবলেট। এ দু’টিই চলবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপে।

পণ্য পরিচয় করিয়ে দেবার জন্যে গুগল কোন মিডিয়া ইভেন্টে বা অন-স্টেজ ডেমোর আয়োজন করে নি। কিন্তু কাজটি করতে তারা নিজেদের অফিসিয়াল ব্লগে অনেকগুলি পোস্ট দিয়েছে এবং প্রকাশ করেছে বেশ কিছু প্রেস বিজ্ঞপ্তি।

ব্লগ পোস্ট থেকে যে তথ্য পাওয়া গেল তাতে দেখা যায় গুগল নেক্সাস ৬ মটোরোলার তৈরি একটি বড় আকারের ফোন। এতে আছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে, অ্যালুমিনিয়ামের আবরণ, স্ন্যাপড্রাগন ৮০৫ কোয়াড-কোর ২.৭ গিগাহার্টজ প্রসেসর, অ্যাড্রিনো ৪২০ জিপিইউ, একটি ১৩ মেগা পিক্সেল ক্যামেরা এবং দুটি ফ্রন্ট-ফেসিং স্টেরিও স্পিকার। গুগল জানিয়েছে, অক্টোবরের শেষ নাগাদ ৬৪৯ ডলারে প্লে স্টোরে নেক্সাস ৬ এর জন্যে প্রি-অর্ডার দেয়া যাবে। নতুন নেক্সাস পাওয়া যাবে ৩২ ও ৬৪ গিগাবাইটে ‘মিডনাইট ব্লু ও ক্লাউড হোয়াইট ’ রঙে। নভেম্বর মাসে বিশ্বের ২৮টি দেশে এ ফোন বিক্রয় করা হবে।

এইচটিসি’র সাথে পার্টনার হিসেবে গুগল যৌথ ভাবে তৈরি করেছে নেক্সাস ৯ - একটি ৮.৯ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিনের অ্যান্ড্রয়েড ট্যাবলেট। কোম্পানিটি জানিয়েছে যে, খুব সহজে এক হাতে বহন করার জন্যে এটি বেশ ছোট আবার ভালো ভাবে কাজ শেষ করার জন্যে যথেষ্টই বড়। এতে আছে একটি ম্যাগনেটিক কি-বোর্ড যার সাহয্যে নেক্সাস ৯ কে কোলে রাখা যাবে। নেক্সাস ৯- এ থাকছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা ও ১.৬ মেগা পিক্সেল সেলফি ক্যাম, একটি বড় ৬,৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী, এইচটিসি’র ফ্রন্ট-ফেসিং ‘বুমসাউন্ড’ স্পিকার, একটি ৬৪-বিটের এনভিআইডিআইএ টেগরা কে১ প্রোসেসর ২.৩ গিগাহার্টজ প্রোসেসর যার সাথে থাকবে একটি কেপলার ডিএক্স১ জিপিইউ।

নেক্সাস ৯-ও পাওয়া যাবে ৩২ ও ৬৪ গিগাবাইটে। তবে এটা ক্রেতারা নেক্সাস ৬ এর আগেই কিনতে পারবেন কারণ এটি পেতে প্রি-অর্ডার করা যাবে এই ১৭ অক্টোবর থেকে। আর স্টোর থেকে কিনতে পারা যাবে ৩ নভেম্বর থেকে। ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া তথ্যে দেখা গেছে যে, নেক্সাস ৯ এর দাম শুরু হবে (১৬ গিগাবাইট কিনতে পাওয়া যাবে ) ৩৯৯ ডলার থেকে এবং কি-বোর্ড ফোলিও’র দাম দিতে হবে বাড়তি ১২৯ ডলার।

অ্যান্ড্রয়েড ললিপপ অবমুক্ত

অ্যান্ড্রয়েড ললিপপ অবমুক্ত
অ্যান্ড্রয়েড ললিপপ অবমুক্ত


সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে অ্যান্ড্রয়েড এল আনুষ্ঠানিক ভাবে পরিচিত হল অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ নামে। গুগল তার অফিসিয়াল ব্লগে এ সংক্রান্ত খবর পোস্ট করে লক্ষ কোটি প্রযুক্তি প্রেমী মানুষের কৌতুহল মিটিয়েছে।

অ্যান্ড্রয়েড কিটক্যাট-এর পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ললিপপ’কে সবার সামনে আনতে পেরে গুগল দারূনভাবে খুশি। কারণ তাদের মতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী লক্ষ কোটি মানুষের প্রয়োজন পূরণ করার মতো করেই ললিপপকে ডিজাইন করা হয়েছে। গুগলের অন্যতম বৃহৎ, উচ্চাকাঙ্খী প্রকল্প অ্যান্ড্রয়েড ললিপপ শুধু ভোক্তা নয়, ডেভেলপারদের জন্যেও সূচনা করতে যাচ্ছে নতুন দিনের। টিভি, কার, পরিধেয় পণ্য, স্মার্টফোন - সকল প্লাটফর্মেই একই অপারেটিং সিস্টেমের এই উচ্চাভিলাসী পরিকল্পনা কতটা সময়োপযোগী তা সময়ই বলে দেবে।

ম্যাটেরিয়াল ডিজাইন অ্যাপ্রোচকে কাজে লাগিয়ে ললিপপ-কে করা হয়েছে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। এর একটি বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো জরুরী মিটিং চলা কালে কিম্বা প্রিয় মানুষের সাথে ডিনার করার মূহুর্তে ডিভাইসটিকে এমন করে লক করে রাখা যাবে যখন এটি শুধু অনুমোদিত ব্যক্তির ফোন বা ম্যাসেজ রিসিভ করবে। আর ব্যবহারকারী লক করা স্ক্রীনেই সরাসরি গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নিতে পারবেন ।

যেহেতু আজকাল এক ডিভাইস নানা কাজে ব্যবহার করা হয় তাই সে বিষয়টিকে মাথায় রেখে এতে নতুন ব্যাটারী সেভার অ্যাপ যুক্ত করা হয়েছে যা আগের তুলনায় ৯০ মিনিট বেশি সময় ডিভাইসকে সচল রাখবে। ফলে চার্জ দেয়ার সুযোগ না থাকলেও সহজে মনে আতঙ্ক সৃষ্টি হবে না।

আইপ্যাড আসছে আজ?

বাতাসে খবর ভাসছে যে, আইপ্যাড ৬ এই এলো বলে। অ্যাপেলের নতুন এই আইপ্যাডটি হয়তো আইপ্যাড ৬ নয়, আসবে অন্য নামে - আইপ্যাড এয়ার ২ কিম্বা নিউ আইপ্যাড এয়ার। সম্ভবত আজ ১৬ অক্টোবরই একে অবমুক্ত করা হবে।

প্রকৃতপক্ষে অ্যাপেল একে কি নামে ডাকবে তা এখনো অজানা। কখন এটির দেখা মিলবে, এর ডিজাইনই বা কেমন হবে, আকার, আকৃতি, বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, এতে কি টাচ্ আইডি থাকবে? আদৌ কি এ বছর আইপ্যাডের কোন নতুন সংস্করণ বের হচ্ছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন প্রযুক্তি দুনিয়ার মানুষের মনে। গুঞ্জনে আইপ্যাড এয়ার ২ ও আইপ্যাড মিনি ৩ এর অবমুক্তির তারিখ শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে এর ছবি। তবে সবই অসমর্থিত উৎস থেকে পাওয়া। অ্যাপেলের বিষয়ে গুজব কারখানা বিরামহীন ভাবে গল্প বুনেই চলেছে। আর এ মূহুর্তে তার সবগুলিই আন্দাজে ভবিষ্যতবাণী করা কথা। কারণ বরাবরের মতো অ্যাপেল সব খবর গোপনীয়তার কঠোর আবরণে ঢেকে রেখেছে। তবে এবার মনে হয় তাদের খবর গোপন রাখার কাজটি তেমন সূচালো ভাবে করা যায় নি। এখন পর্যন্ত নতুন আইপ্যাড ৬(অথবা এয়ার ২) এর একাধিক ডামি মডেলের ছবি পাওয়া গেছে। রটনা অনুসারে, নতুন আইপ্যাডে প্রথমবারের মতো যুক্ত হবে বার্স্ট মোড ফটোগ্রাফি সুবিধা। সব দেখে শুনে মনে হচ্ছে আইপ্যাড এয়ার-কে অ্যাপেলের ১৬ অক্টোবরের অনুষ্ঠানেই দেখতে পাওয়া যাবে। এমন মনে হওয়ার কারণ হল কোম্পানিটি দুর্ঘটনাবশতঃ সময়ের আগেই নতুন এই আইপ্যাডের ইউজার গাইডটি প্রকাশ করে ফেলেছিল যাতে ঘটনাটি ঘটার সূক্ষ্ম ইশারা আছে।

আইপ্যাড আসছে আজ!
আইপ্যাড আসছে আজ!

আড়াই বিলিয়ন ডলারে কোয়ালকম অধিগ্রহণ করলো প্রতিদ্বন্দ্বি কোম্পানি

মোবাইল ফোনের চিপ প্রস্তুতকারী সর্ববৃহত প্রতিষ্ঠান কোয়ালকম নিজেদের প্রযুক্তিকে আরো উন্নত ও বিস্তৃত করতে ২.৫ বিলয়ন ডলারের (১.৫৬ বিলিয়ন পাউন্ড) বিনিময়ে যুক্তরাজ্যের চিপমেকার সিএসআর’কে কিনে নিচ্ছে। গতকাল সিএসআর জানিয়েছে যে, কোয়ালকম তাদের শেয়ার প্রতি ৯০০ পেন্স মূল্য দেবে। এ মূল্য গতকালের বাজারের চেয়ে শতকরা ৩৭ ভাগ বেশি। লন্ডনের শেয়ার বাজারে গতকাল সকাল ১০:৩৭ মিনিটে তাদের শেয়ার ৮৫৪.৫ পেন্সে বিক্রি হয়েছে।

আড়াই বিলিয়ন ডলারে কোয়ালকম অধিগ্রহণ করলো প্রতিদ্বন্দ্বি কোম্পানি
আড়াই বিলিয়ন ডলারে কোয়ালকম অধিগ্রহণ করলো প্রতিদ্বন্দ্বি কোম্পানি
কোয়ালকম ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই অধিগ্রহণ সম্পন্ন করলো বলে মনে করা হচ্ছে। বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের মতে, আগামী আট বছরের মধ্যে উন্নত বিশ্বে প্রতিটি ঘরে প্রায় পাঁচশত ইন্টারনেট সংযুক্ত আসবাবপত্র স্থান পাবে। কোয়ালকম-এর সিএসআর’কে কিনে নেয়া থেকে যে সংকেত পাওয়া যাচ্ছে তা হল সেমিকন্ডাক্টর শিল্প এখন বিভিন্ন আসবাবপত্রের জন্যে উপযোগী চিপ তৈরিকে প্রাধান্য দিচ্ছে। এ চিপ দিয়ে মোবাইল ফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন গাড়ী, থার্মোস্ট্যাটসহ অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি তৈরি করা যাবে।

সান-ডিয়াগোতে অবস্থিত কোয়ালকম গত জুলাই মাসে উইলোসিটি লিঃ নামের অন্য একটি প্রতিষ্ঠানও কিনেছিল। উইলোসিটি’তে এখন ওয়াই-ফাই পণ্য তৈরি হচ্ছে। কোয়ালকম এরই মধ্যে অলজয়িন ব্যবস্থার উদ্ভাবন করেছে যা সংযুক্ত ডিভাইসগুলিকে একসাথে কাজ করতে সাহায্য করে থাকে।

Walton Primo X3 Mini

Walton Primo X3 Mini - front
Walton Primo X3 Mini - front


Walton Primo X3 Mini - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 4.8" Super AMOLED HD

- Resolution: 720*1280

- Processor: 1.7 GHz Octa Core

- GPU: Mali 450 MP4

- Battery: 2150 mAh Li-ion

- Camera: 8 MP + 5 MP

- Memory: 1GB RAM & 16GB ROM

- Dimension: 138 x 67.4 x 5.1 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Sensors: Accelerometer, Light, Proximity, GPS with A-GPS, Gyroscope, Compass, Linear acceleration, Rotation vector

- Release Date: Beginning of November, 2014

Walton Primo X3 Mini - with Super AMOLED display
Walton Primo X3 Mini - with Super AMOLED display


Walton Primo X3 Mini - with 8MP Camera
Walton Primo X3 Mini - with 8MP Camera


Walton Primo X3 Mini - with fast processing
Walton Primo X3 Mini - with fast processing


Price in Bangladesh: Yet to be announced

related: walton

image credit: waltonbd.com

ইবোলা নিয়ন্ত্রণে জুকারবার্গের ২৫ মিলিয়ন ডলার দান

জুকারবার্গের ২৫ মিলিয়ন ডলার দান ইবোলা নিয়ন্ত্রণে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। আর অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ফেসবুক এর স‌হপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি এ ভাইরাস প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার দান করবেন। জুকারবার্গ নিজে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তার দানের অর্থ যাবে সিডিসি ফাউন্ডেশনের তহবিলে। সিডিসি একটি দাতব্য সংস্থা যারা সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর পক্ষে বিভিন্ন সরকারী স্বাস্থ্য সংস্থার জন্যে অর্থ সংগ্রহ ও বিতরণ করে থাকে।

ফেসবুক পোস্টে জুকারবার্গ লিখেছেন, ‘ইবোলা যেন আর ছড়িয়ে পরতে না পারে এবং তা যেন এইচআইভি অথবা পোলিও’র মতো বিশ্বজুড়ে একটি দীর্ঘ স্থায়ী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি না করে যার বিরূদ্ধে আমাদের বিশাল আয়োজনে কয়েক যুগ ধরে লড়াই চালিয়ে যেতে হয় - সে কারণে আমাদের ইবোলাকে নিয়ন্ত্রন করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের অনুদান হবে সবচেয়ে কম সময়ে ইবোলা প্রতিরোধে সিডিসি ও বিশেষজ্ঞদেরকে শক্তিশালি করার উপায়।’ যৌথভাবে এ অনুদান দিচ্ছেন জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা। দ্যা ক্রনিকল ফিলানথ্রফি’র মতে মার্ক ও প্রিসিলা জুকারবার্গ ২০১৩ সালের সর্ববৃহৎ দাতা। কারণ গত বছর তার দু’জনে মিলে দান করেছেন মোট ১ বিলিয়ন ডলার যার বেশির ভাগ অংশই তারা দান করেছিলেন সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন-এ। তাদের আয়ের বড় অংশটিই আসে ফেসবুকের ১৮ মিলিয়ন শেয়ার থেকে।

স্বাস্থ্য সংস্থাগুলি জানিয়েছে যে, ইবোলার ওষুধ, সাহায্যকর্মীদের সুরক্ষা পোষাক এবং মৃতদের নিরাপদ দাফনের জন্যে বিপুল অর্থ প্রয়োজন। আর এ যাবত প্রাপ্ত অনুদান ইবোলা নিয়ন্ত্রণের জন্যে যথেষ্ট নয়। জাতিসংঘের হিসেব মতে ইবোলা প্রতিরোধে এই মূহুর্তে ১ বিলিয়ন ডলার প্রয়োজন।

উল্লেখ্য, এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ৩ হাজারের বেশি মানুষ ইবোলার কারণে মারা গেছে এবং ৮ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আসলেই কি হ্যাক হয়েছে স্ন্যাপচ্যাট!

বিজনেস ইনসাইডারের মতে, স্ন্যাপচ্যাট নয় কিন্তু এর একটি থার্ড-পার্টি সেবাদানকারী অ্যাপকে হ্যাক করা হয়েছিল। ফোরচ্যানডটওআরজি নামের একটি ওয়েবসাইটে দাবী করা হয়েছে যে, স্ন্যাপচ্যাটের একটি থার্ড-পার্টি অ্যাপ হ্যাক করে ১ লক্ষ ছবি ও ভিডিও চুরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিশাল সংখ্যক ছবি ও ভিডিও শিশু পর্ণগ্রাফিতে ব্যবহার করা হতো। স্ন্যাপচ্যাট মূলতঃ অন্তরঙ্গ ছবি ও বার্তা প্রেরণের কাজে বেশী ব্যবহৃত হয় এবং এটি ব্যবহারকারীদের অর্ধেকই হচ্ছে ১৩ থেকে ১৭ বছর বয়সের কিশোর কিশোরী। এক্ষেত্রে প্রাপক অত্যন্ত স্বল্প(১০ সেকেন্ড বা তার কম) সময়ের জন্য তার কাছে আসা একটি বার্তা বা ছবি দেখার সুযোগ পান। আর তারপরই এটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় প্রাপকের ফোন থেকে।

স্ন্যাপচ্যাট নয়, হ্যাক হয়েছিল একটি থার্ড-পার্টি অ্যাপ
স্ন্যাপচ্যাট নয়, হ্যাক হয়েছিল একটি থার্ড-পার্টি অ্যাপ
নিরাপত্তা প্রতিষ্ঠান সিন্যাক এর গবেষনা পরিচালক প্যাট্রিক ওয়ার্ডেল বলেছেন, ‘স্ন্যাপচ্যাটের সেবা গ্রহন করে ম্যাসেজ প্রেরণকারী প্রত্যেকেই এই হুমকির শিকার হতে পারেন।’ যদিও স্ন্যাপচ্যাট দাবী করছে যে, তারা হ্যাকারের খপ্পরে পড়ে নি। কম্পিউটার বিশেষজ্ঞগন এরই মধ্যে স্ন্যাপচ্যাট ব্যবহার মোটেও নিরাপদ নয় বলে জানিয়েছেন। আর সমালোচকেরা তো আগেই বলে রেখেছিলেন, যে কেউ স্ন্যাপচ্যাটের ছবি তার মোবাইলের স্ক্রিন থেকে নিজের ক্যামেরায় তুলে নিতে পারে। থার্ড-পার্টি হ্যাক হওয়ার ঘটনায় স্ন্যাপচ্যাটের নিরাপত্তা বিষয়ে অদক্ষতার আর একটি প্রমাণ উন্মেচিত হয়েছে, প্রশ্ন উঠেছে ব্যবহারকারীর নিরাপত্তা বিধানে তাদের প্রতিশ্রুতির বিষয়েও। ঝুঁকির মূল কারণ, 'স্ন্যাপ' বা ছবির প্রাপকের ব্যব‌হৃত বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ যা এই ক্ষণস্থায়ী মেসেজিং প্লাটফর্মকে ছবি সংগ্রহের কাজে ব্যব‌হার করে।

২০১১ সালের সেপ্টম্বরে যাত্রা শুরুর পর অল্প সময়ে ব্য‌াপক জনপ্রিয় হয় এই ক্ষণস্থায়ী বার্তাপ্রেরণ সুবিধা। সম্প্রতি ইন্টারনেট জায়ান্ট ফেসবুক স্ন্যাপচ্যাট অধিগ্রহণে তিন বিলিয়ন ডলারের প্রস্তাব দেয় এবং ব্যর্থ হয়। প্রতিদিন গড়ে ৭০ কোটি বার্তা ও ছবি আদানপ্রদান হয় এই জনপ্রিয় প্লাটফর্মে।

 
Design by Sakif Mahmud Reshad